১৭ জুলাই ১৯১২ বলকান অঞ্চলের বিভিন্ন দেশগুলোর মধ্যে লড়াই
১৯১২ সালের ১৭ জুলাই রোমানিয়া বুলগেরিয়ায় অনুপ্রবেশ করে। এর আগে বলগেরিয়া গ্রীস আর সারবিয়ার ওপর আক্রণ চালায়। বলকান যুদ্ধের প্রথম কয়েক দিনে বুলগেরিয়া কয়েক হাজার নিরীহ জনসাধারণকে হত্যা করে। জানা গেছে , বেশ কয়েকটি শহর আর গ্রামে এই হত্যাকান্ড ঘটে।একটি খবরে বলা হয় ডোকসাটো নামে একটি গ্রামে বসবাসরত ৩৫০০ অধিবাসীর মধ্যে ১৫০ জন লোক হত্যাকান্ডে প্রাণ হারায়।
১৭ জুলাই ১৯১৭ রাশিয়া র " রক্তক্ষয়ীজুলাই ঘটনা "
১৯১৭ সালের ১৭ জুলাই রাশিয়ার অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হবার কয়েক দিন পর বেশ কয়েকটি সংকট ঘটে। রাশিয়া সামরিক বিজয়ের মাধ্যমে সংকট থেকে রেহাই পাওয়ার চেষ্টা করে। ১৯১৭ সালের ১ জুলাই অস্থায়ী সরকার রাশিয়াকে দক্ষিণ-পশ্চিম যুদ্ধ লাইনে আক্রমণ চালানোর দাবী জানায়। কিন্তু অবশেষে সংঘাতিকভাবে পরাজিত হয়। এই খবর পাওয়ার পর সারা দেশের জনগণ ক্ষেপে যায়। ১৯১৭ সালের ১৭ জুলাই বলসেভিক পাটির নেতৃত্বে পিটারবার্গের ৫ লক্ষাধিক শ্রমিক , সৈন্য রাস্তায় বের হয়ে বিক্ষোভ প্রদর্শনকরেন। তারা সৌভিয়েত
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্দেশ্যে ক্ষমতা দখল করার আহ্বান জানায়। সে দিন "শহরের শৃঙ্খলা রক্ষার"নামে সৈন্যরা বিক্ষোভকারীদের প্রতি গুলি ছুঁড়ে । সে দিন চার শতাধিক লোক হতাহত হয়। অস্থায়ী সরকার রাজধানীতে সামরিক আইন জারী এবং শ্রমিকদের নিরস্ত্র করার দাবি জানায়।রাশিয়ার " জুলাই ঘটনা " থেকে বুঝা যায়, বিপ্লব শান্তিমূলকভাবে বিকাশের পথ বিঘ্নিত হয়। দুটি প্রশাসন সহাবস্থানের অবসান ঘটে।
১৭ জুলাই ১৯৯৬ মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান দুর্ঘটনায় দু'শতাধিক লোক মারা যান।
১৯৯৬ সালের ১৭ জুলাই সন্ধ্যায় নিউইয়ার্ক কেনেডী আন্তর্জাতিক বিমান বন্দর আগের যে কোনো সময়ের মতোই ব্যস্ত। বিমানগুলো সুশৃংখলভাবে উঠা-নমা করছিল। সন্ধ্যা আটটায় একটি প্যারিসগামী বিমান বিমান বন্দর থেকে আকাশে উড়ে যায়।তবে একটি বিমান দুর্ঘটনা শীঘ্রই ঘটবে , এ যেন সত্যই সবারই কল্পনাতীত। আটটা ৪০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলের পারা দল রিপোট করে যে , এই বিমান তাদের রেডারের পর্দা থেকে অদৃশ্য হয়ে গেছে।দশর্করা বলেন, উপর্যুপরি তীব্র বিস্ফোরনের আওয়াজ শোনার পর তারা বাইরে গিয়ে দেখতে পেলো এই বিরাটাকারের যাত্রীবাহী বিমান আকাশে একটি আগুনের বলে পরিণত হয়। তারপর এই আগুনের বল দুই ভাগে বিভক্ত হয়ে নিউইয়ার্কের নিকটর্বতী জলসীমায় ছিটকে পড়ে। বিমানের জ্বালানীসৃষ্টদাউ দাউ আগুণ তিন ঘন্টা পর নিভে যায়। পরে জানা গেলো বিমানে মোট ২২৮ জন আরোহীর মধ্যে ২১০ জন যাত্রী, বাকী ১৮ জন ক্রু ।
|