১৬ জুলাই পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী জুলুক্কী বেলারুশ কর্তৃকপোল্যান্ডের কুটনীতিক বহিস্কার ঘটনা সম্পর্কে বলেছেন পোল্যান্ড উপযুক্ত ব্যবস্থা নেবে ।
পোল্যান্ডের পত্রিকার খবরে বলা হয়েছে , বেলারুশের পররাষ্ট্রমন্ত্রনালয় বেলারুশে পোল্যান্ডের দুতাবাসকে জানিয়েছে , ২১ জুলাইয়ের মধ্যে পোল্যান্ডের দুতাবাসের কনসুলেট বিভাগের প্রধানকে বেলারুশ ত্যাগ করতে হবে । বেলারুশ দু মাসের মধ্যে দুবার পোল্যান্ডের কুটনীতিক বহিষ্কার করেছে ।
এর আগে পোল্যান্ড পক্ষ পোল্যান্ডে বেলারুশের দুতাবাসের একজন কাউসিলারকে পোল্যান্ড ত্যাগ করার দাবী জানিয়েছিলো , বেলারুশ গত মে মাসে পোল্যান্ডের দুতাবাসের একজন কাউসিলারকে বহিষ্কার করেছে ।
জানা গেছে , বেলারুশ সরকার অভিযোগ করেছে যে পোল্যান্ডের দুতাবাস বেলারুশে র পোল্যান্ডবাসী সমিতির নির্বাচণ নিয়ন্ত্রন করেছে এবং পাশ্চাত্যদেশপন্থীকে এই সমিতির নেতৃস্থানীয় পদ দেয়ার চেষ্টা করেছে। পোল্যান্ড পক্ষ মনে করে , বেলারুশ সরকার মানবাধিকারের মানদন্ড লংঘন করেছে ।
|