|
|
(GMT+08:00)
2005-07-17 20:55:35
|
চীনের উন্নয়ন সম্বন্ধে বারোসোর মন্তব্য
cri
সাংহাই সফররত ইউরোপীয় ইউনিয়ান কমিটির চেয়ারম্যান বারোসো ১৬ জুলাই বলেছেন, সারা বিশ্বের পক্ষে চীনের উত্থান আর উন্নয়নকে সুযোগ হিসেবে গণ্য করা উচিত , হুমকি নয়।
সাংহাইএর হুয়াংপু নদীর পূর্ব তীরে অবস্থিত চীন-ইউরোপ আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য ইনস্টিটিউটে ভাষণ দেয়ার সময় বারোসো বলেছেন, ১৯৭৮ সালের পর থেকে চীনের অর্থনীতি দ্রুত বেগে বিকশিত হয়েছে । সারা বিশ্বই চীনের উত্থান লক্ষ্য করেছে এবং চীনের উন্নয়ন থেকে সৃস্ট প্রভাব অনুভব করছে। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ান চীনের উন্নয়নের জন্য অবদান রাখতে চায়। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ানের অনেক শিল্প-প্রতিষ্ঠান চীনে পুঁজি বিনিয়োগ করছে। ইউরোপীয় ইউনিয়ান আশা করে, যোগাযোগ আর সংলাপের মাধ্যমে দু পক্ষের সমস্যাসমূহের সমাধান করা হবে। কিছু দিন আগে দু পক্ষের মধ্যে বস্ত্রপণ্য চুক্তিস্বাক্ষরিত হয়েছে।
১৭ জুলাই বিকালে ম্যাকাও সফরের উদ্দেশ্যে বারোসো বিশেষ বিমানে সাংহাই ত্যাগ করেছেন। চীন সরকারের আমন্ত্রণে তিনি গত ১৪ জুলাই পেইচিং পৌঁছে তাঁর চীন সফর শুরু করেছেন।
|
|
|