১৭ জুলাই সকালে হংকংয়ে তিব্বত সংস্কৃতি সপ্তাহের কর্মসূচীতে অংশনেয়ার জন্য যাওয়া তিব্বতের আটজন বিখ্যাত সন্ন্যাসী তিব্বতী বৌদ্ধধর্মের একটি প্রার্থনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন । তারা হংকংয়ের সমৃদ্ধি ও বিশ্বশান্তি আর হংকংয়ের বৌদ্ধধর্মাবলম্বীদের সুখশান্তির জন্য প্রার্থনা করেছেন ।
প্রার্থনা অনুষ্ঠানের শুরুতে হংকং বৌদ্ধধর্ম সমিতির প্রধান চুয়ে কুয়ান আশা প্রকাশ করে বলেছেন , হংকংয়ের বৌদ্ধধর্মাবলম্বী ও বিভিন্ন মহলের ব্যক্তিরা দেশ ও হংকংয়ের সমৃদ্ধি , তিব্বতের উন্নয়ন আর সুষম সমাজ প্রতিষ্ঠার জন্য অবদান রাখবেন ।
তিব্বত স্বায়তশাসিত অঞ্চল আর ছিনহাই , কানসু ও সি ছুয়ান প্রদেশের আটজন তিব্বতী বৌদ্ধধর্মের বিখ্যাত সন্ন্যাসী আর হংকংয়ের তিন হাজার বৌদ্ধ-ধমাবলম্বী এই প্রার্থনা অনুষ্ঠানে অ
|