ইকুয়েটরিয়াল গিনির একজন কর্মকর্তা ১৭ জুলাই স্বীকার করেছেন, একটি বেসামরিক যাত্রীবাহী বিমান ১৬ জুলাই ইকুয়েটরিয়াল গিনিতে ভূপাতিত হয়েছে। বিমানের ৫৫ জন যাত্রী এবং বিমানের ক্রু সদস্য সম্ভবত: সব নিহত হয়েছে।
জানা গেছে, রাশিয়ায় তৈরী এই" আনটোনোভ ৩২" যাত্রীবাহী বিমান ১৬ জুলাই সকালে ইকুয়েটরিয়াল গিনির রাজধানী মালাবো থেকে রওয়ানা হয়ে এই দেশের অর্থনৈতিকরাজধানী বাটায় হাওয়ার কথা। কিন্তু রওয়ানার কিছুক্ষণ পর স্থলের নিয়ন্ত্রণকারীদের সঙ্গে এই বিমানের যোগাযোগ হারিয়ে যায় এবং তা মাবোলা থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপাতিত হয়।
অনুমান করা হচ্ছে, বিমানের আরোহীদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। বর্তমানে সংশ্লিষ্ট বিভাগ ত্রাণেরকাজ চালাচ্ছে।
|