১৬ তারিখে ইরাকের অন্তর্বতিকালীন সরকারের প্রধানমন্ত্রী জাফারি ইরানের রাজধানী তেহরাণে পৌঁছে তাঁর তিন দিন ব্যাপী আনুষ্ঠানিক সফর শুরু করেছেন।
এবারকার সফর ইরান-ইরাক যুদ্ধের পর থেকে ইরান ও ইরাকের সর্বোচ্চ কূটনৈতিক আদান-প্রদান। ইরানের প্রথম উপপ্রধানমন্ত্রী আরেফ সেদিন জাফারির সঙ্গে বৈঠক করেছেন, বৈঠকে দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জরুরী আকাঙ্ক্ষা প্রকাশ করেছে।
খবরে জানা গেছে, সফরকালে জাফারি ইরানের প্রেসিডেন্ট খাতামির সঙ্গে সাক্ষাত্ করবেন। ইরানের সর্বোচ্চ নেতা সিয়দ আলী খামেনেই এবং ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট আহমাডি নেজাডও জাফারির সঙ্গে সাক্ষাত্ করবেন। সফরকালে জাফারি বিদ্যুত্, শক্তি, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ইত্যাদি সমস্যা নিয়ে ইরান পক্ষের সঙ্গে বৈঠক করবেন, এবং ধারবাহিক চুক্তি স্বাক্ষর করবেন।
|