v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-16 21:22:18    
১৬ জুলাই

cri
           ১৬ জুলাই ১৯৪৫ প্রথম আণবিক বোমার পরীক্ষামূলকবিস্ফোরণ

    ১৯৪৫ সালের ১৬ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেকসিকো অংগরাজ্যের মরুভূমিতে মানুব জাতির তৈরী প্রথম আণবিক বোমা সাফল্যজনকভাবে বিস্ফোরিত হয়। এটা থেকে প্রতিপন্ন হয়েছে যে , মানব জাতি পারমাণবিক প্রযুক্তি আয়ত্ত করেছে।প্রথম কিস্তিতে তৈরী তিনটি আণবিক বোমার মধ্যে একটি পরীক্ষার জন্য বিস্ফোরিত হয়, বাকী দুটো আলাদা-আলাদাভাবে জাপানের হিরোসিমা আর নাগাসাকিতে নিক্ষেপ করা হয়।

          ১৬ জুলাই ১৯৬৭ যুক্তরাষ্ট্রের রেল শ্রমিকরা ধর্মঘট পালন করে

    ১৯৬৭ সালের ১৬ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ১ লক্ষ ৩৭ হাজার রেল শ্রমিক দেশব্যাপী ধর্মঘট পালন করেন। ভিয়েতনাম যুদ্ধের দরুণ আকাশছোঁয় দ্রব্যমূল্য এবং শ্রমিকদের অবিরাম বেতন হ্রাসের প্রতিবাদেসেবার ধর্মঘট হয়।

     এর পর ৭ লক্ষ রেল শ্রমিক সেবারকার ধর্মঘটে যোগ দেয়। ধর্মঘটের দরুণ মার্কিন যুক্তরাষ্ট্রের শতকরা ৯৫ ভাগের বেশী রেলপথ অচলাবস্থায় পড়ে। সেবারকার ঘর্মঘটের ৪৮ ঘন্টার মধ্যে ৭ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলারের ক্ষতি হয়। এটা ছিল যুদ্ধোত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম রেল শ্রমিকদের দেশব্যাপী ধর্মঘট।মার্কিন প্রেসিডেন্ট জনসেন বলেছিলেন , রেল শ্রমিকদের ধর্মঘট মার্কিন যুক্তরাষ্ট্রকে " দেশব্যাপী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছিল।"

        ১৬ জুলাই ১৯২২ চীনের কমিউনিষ্ট পাটির দ্বিতীয় জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়

    ১৯২২ সালের ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত চীনের কমিউনিষ্ট পাটির দ্বিতীয় জাতীয় কংগ্রেসসাংহাইএ অনুষ্ঠিত হয়। ১২৩ জন সদস্য এই কংগ্রেসে অংশ নেন। কংগ্রেসে "চীনের কমিউনিষ্ট পাটির দ্বিতীয় জাতীয় কংগ্রেসের ঘোষণাপত্র" , "রাজনৈতিক সিদ্ধান্ত", " সাংগঠনিক সিদ্ধান্ত" এবং "নারী আন্দোলনের সিদ্ধান্ত" গৃহীত হয়। কংগ্রেসে চীনের সমাজের রাজনৈতিক আর অর্থনৈতিক অবস্থা, চীনের বিপ্লবের মৌলিক সমস্যা আর পাটির কর্মসূচী ও লাইন নিয়ে আলোচনা হয়। তা ছাড়া, কংগ্রেসে চীনের অভ্যন্তরীণ আর বৈদেশিক পরিস্থিতি ও পাটির কর্তব্য, গণতন্ত্রের যুক্ত ফ্রান্ট, ইন্টান্যাশিন্যালে যোগ দেওয়া সর্ম্পকে সিদ্ধান্ত আর পাটির সংবিধান অনুমোদিত হয়। কংগ্রেসে প্রকাশিত ঘোষণাপত্রে পাটির সর্বোচ্চ কর্মসূচী নির্ধারিত হয়। এই সর্বোচ্চ কর্মসূচী হল: " চীনের কমিউনিষ্ট পাটি হল চীনের সর্বহারা শ্রেণীর রাজনৈতিক পাটি। তার উদ্দেশ্য হল: সর্বহারা শ্রেণীকে পরিচালনা করা, শ্রেণী সংগ্রামের পদ্ধতিতে শ্রমজীবিদের মালিকানাধীন রাজনীতি গড়ে তুলে ব্যক্তিগত সম্পদ ব্যবস্থা নিমূর্ল করে ধাপে ধাপে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা।

    কংগ্রেসে ইন্টান্যাশিন্যালে অংশ গ্রহণের সিদ্ধান্ত অনুমোদিত হয় এবং পাটির কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক পত্রিকা---পরিচালনা পত্রিকা ছাপানোর সিদ্ধান্ত নেয়া হয়।