চীনের কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , বাইরে থেকে আসা জীবানুর ক্ষতিরবিস্তার আর প্রকোপ আগে থেকেই নিয়ন্ত্রণাধীনে আনার লক্ষ্যে বর্তমানে চীন " বহিরাগত প্রজাতিব্যবস্থাপনা সংক্রান্ত বিধি" ইত্যাদিপ্রাসঙ্গিক আইন প্রণয়ন করছে।
জানা গেছে, সম্প্রতি চীনে অনুপ্রবেশ-করা বহিরাগত ক্ষতিকর জীবানুর প্রজাতি চার শতাধিক । যার ফলে প্রত্যেক বছরে কয়েক বিলিয়ান রেন মিন পির অর্থনৈতিক ক্ষতি হয়। প্রাকৃতিক পরিবেশের ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করা ছাড়াও, বাইরে থেকে অনুপ্রবেশ করা পালিত পশুর স্বাস্থ্য এবং মানব জাতির নিরাপত্তাকে বিপন্ন করে। তা ছাড়া, এই জীবানুর ক্ষতিকর প্রভাব বিস্তার হতে থাকলে পরিবেশের দুষণ হয়।
|