রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ১৫ জুলাই রাশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত সীমান্ত চৌকি পরিদর্শন করার সময় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের উদ্দেশ্যে সহযোগিতা ঘনিষ্ঠতর করার আহবান জানিয়েছেন, যাতে রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়।
পুটিন জোর দিয়ে বলেছেন, সন্ত্রাস দমনসহ আন্তর্জাতিক দায়িত্ব বহন করার কারণে রাশিয়ার আধুনিকায়ণ ও দেশের নিরাপত্তার সুনিশ্চিত কারী সীমান্ত-রেখা নির্মান করতে হবে।
একইদিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ও জোর দিয়ে বলেছে, আফগানিস্তানের সন্ত্রাস দমন সমস্যার সমাধানের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বহিরাগত সামরিক শক্তিরও মধ্য-এশীয় অঞ্চল থেকে সরে যাওয়া উচিত।
৫ জুলাই প্রকাশিত শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর শীর্ষ ঘোষণা প্রসঙ্গে মার্কিন স্টাফ প্রধান, সংযুক্ত সম্মেলনের চেয়ারম্যান রিচার্ড মাইয়ারস অসত্য অশুদ্ধ মন্তব্য করেছেন বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় তার প্রতিপক্ষে উপরোক্ত কথা বলেছে।
|