মিশরের মধ্য প্রাচ্য বার্তা সংস্থা ১৫ জুলাই মিশরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল গেইটের উদ্ধতি দিয়ে জানিয়েছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রণালয় কোন কোন আফ্রিকান দেশ জাতি সংঘে "আফ্রিকার নামে" নিরাপত্তা পরিষদের সম্প্রসারণের ব্যাপার নিয়ে একক আলোচনা করছে বলে অত্যন্ত বিস্ময় প্রকাশ করে।
গেইট বলেছেন, আপাতঃ দায়িত্বশীল দেশগুলোর একাংশ আফ্রিকার সংশ্লিষ্ট পক্ষ এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আফ্রিকার দাখিল করা নিরাপত্তা পরিষদের "স্থায়ী সদস্যের সংখ্যা বাড়ানো" সংক্রান্ত সিদ্ধান্তের খসড়া নিয়ে আলোচনার করার সময় অন্য গোষ্ঠীর নির্ধারিত সময়সূচির সঙ্গে খাপ খাওয়ানোর পর আফ্রিকার পূর্বেকার অধিষ্ঠান সংশোধন করেছে, কিন্তু এই সংশোধন আফ্রিকান ইউনিয়নের সর্বোচ্চ সংস্থার অনুমোদন পায় নি।
গেইট হুশিয়ারি জানিয়ে বলেছেন, আফ্রিকার তত্পরতায় আফ্রিকান নীতি অনুসরণ করা উচিত, না হলে আফ্রিকান মহাদেশে বিচ্ছিন্নতা সৃষ্টি করবে।
|