১৫ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত মধ্যস্থতা সম্মেলনে চীন আর যুক্তরাষ্ট্রের আইনবিদরা বলেছেন , দুদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর উচিত বানিজ্য মধ্যস্থতার মাধ্যমে বানিজ্য বিরোধ নিস্পত্তিকরা ।
দুদেশের পন্ডিতরা উল্লেখ করেছেন , সাম্প্রতিক বছরগুলোতে দুদেশের বানিজ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বানিজ্য বিরোধও বেড়ে গেছে । তাই বন্ধুত্বপূর্ণভাবে দুদেশের বানিজ্য বিরোধ সমাধান করা চীন-মার্কিন আর্থ-বানিজ্যিক সম্পর্কের জন্যেঅত্যন্ত গুরুত্বপূর্ণ । মামলার মাধ্যমে বানিজ্য বিরোধ নিস্পতি করার তুলনায় বানিজ্য মধ্যস্থতা করার কার্যকরিতা বেশী , এর খরচ কম এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যেকার বিরোধ নিস্পত্তিরজন্যে সহায়ক ।
জানা গেছে বানিজ্য মধ্যস্থতার অর্থ হল নিরপেক্ষ তৃতীয় পক্ষের সভাপতিত্বে ও সাহায্যে সংশ্লিষ্ট দুপক্ষ সমতার ভিত্তিতে পরামর্শের মাধ্যমে সমঝোতা-চুক্তি সম্পাদন করে বন্ধুত্বপূর্ণভাবে বিরোধ নিস্পত্তিকরার এক ধরনের পদ্ধতি ।
|