নিখিল চীন তাইওয়ানবাসী সমিতির উদ্যোগে আয়োজিত ২০০৫ সালের তাইওয়ানের হাজার যুবক গ্রীষ্মকালিন শিবির ১৫ জুলাই তার পেইচিং-তত্পরতা সম্পন্ন করেছে । তার পর শিবির-সদস্যরা ২৬টি শাখা শিবিরে বিভক্ত হয়ে মাতৃভূমির বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সফর অব্যাহত রেখেছেন ।
পেইচিং থাকাকালে তাইওয়ানের শিবির-সদস্যরা হংকং , বিদেশ থেকে আগত শিবির-সদস্যএবং মূলভূভাগে অধ্যায়নরত তাইওয়ানী ছাত্রছাত্রীরা রাজপ্রাসাদ , গ্রীষ্মপ্রাসাদ , মহাপ্রাচীর প্রভৃতি বিখ্যাত দর্শনীয় স্থান পরিদর্শনকরেছেন, লুকৌছিয়াও ও চীনা জনগণের জাপ-বিরোধী যুদ্ধের স্মৃতি-ভবন পরিদর্শন করেছেন এবং পেইচিং বিশ্ববিদ্যালয় , ছিংহুয়াবিশ্ববিদ্যালয়ও চীনা গণ বিশ্ববিদ্যালয়ে গিয়ে মূলভূভাগের যুব-ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন ।
|