১৫ জুলাই পেইচিংয়ে চীনের প্রেসিডেন্ট হুচিনথাও ইউরোপীয় ইউনিয়ন কমিটির চেয়ারম্যান জোস মানুয়েল দুরাও বারোসোর সঙ্গে সাক্ষাত করার সময় বলেছেন , চীন একটি শক্তিশালী , সমৃদ্ধিশালী ও ঐক্যবদ্ধ ইউরোপীয় ইউনিয়ন দেখতে চায় এবং চীন-ইউরোপীয় ইউনিয়ন সার্বিক রণনৈতিক অংশীদারীত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে চায় ।
সাক্ষাতকালে দুপক্ষ এই মর্ম ব্যক্ত করেছে যে , দুপক্ষ চীন-ইউরোপীয় ইউনিয়ন কুটনৈতিক সম্পর্কের ৩০তম বার্ষিকীর সুযোগে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাকে সামনে নিয়ে যাবে । দুপক্ষই পরস্পরকে বিশ্বশান্তি রক্ষা এবং অভিন্ন উন্নয়ন তরান্বিত করার গুরুত্বপূর্ণ শক্তি বলে মনে করে ।
হু চিনথাও বলেছেন , তাইওয়ান সমস্যার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন যে এক চীন নীতিতে অটল থাকে চীন তার প্রশংসা করে । চীন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আন্তর্জাতিক বিষয়াদিতে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে চায় ।
|