১৫ জুলাই আফ্রিকারদার্বানে অনুষ্ঠিত ২৯তম বিশ্ব ধ্বংসাবশেষ কমিটির সম্মেলনে চীনের ম্যাকাওয়ের ঐতিহাসিক শহরাঞ্চলকে বিশ্ব ধ্বংসাবশেষের তালিকাভূক্তকরার সিদ্ধান্ত নেয়া হয়েছে । এ নিয়ে চীনের মোট ৩১টি প্রাকৃতিক আর সাংস্কৃতিক ধ্বংসাবশেষ নামের তালিকাটিতে অন্তর্ভূক্ত হয়েছে ।
এর আগে ১৪ জুলাই সম্মেলনটিতে বিশ্ব ধ্বংসাবশেষ নামের তালিকায় ৭টি প্রাকৃতিক ধ্বংসাবশেষ স্থান , একটি প্রাকৃতিক ও সাংস্কৃতিক ধ্বংসাবশেষ স্থানঅন্তর্ভূক্ত হয়েছে ।
এই ৭টি প্রাকৃতিক ধ্বংসাবশেষের মধ্যে আছে , মিসরের ওয়াদি আল হিতান , জাপানের শিরেদোতো উপদ্বীপ , মেক্সিকোর কালিফোর্নিয়া উপসাগরের দ্বীপপুন্জ ও সংরক্ষণ এলাকা , পশ্চিম নরওয়ে প্রনালী উপসাগর ,পানামার কোইবা জাতীয় পার্ক , দক্ষিন আফ্রিকার ভরেদফোর্ট দোমে , থাইল্যান্ডের দোং ফাইয়াইয়েন-খাও ইয়াই বন কমপ্লেক্স। তাছাড়া ভারতের পুস্প উপত্যকা জাতীয় পার্ক ভারতের বিশ্বধ্বংসাবশেষ নন্দা দেবী জাতীয় পার্কের এক সম্প্রসারিত প্রকল্প হিসেবে ১৪ জুলাই বিশ্ব ধ্বংসাবশেষের নামের তালিকার্ভূক্ত হয়েছে ।
|