জাতিসংঘের ভারত মহাসাগরীয় সুনামি-দুর্গত অঞ্চলের পুনর্গঠন বিষয়ক বিশেষ-দূত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ১৪ জুলাই নিউ ইয়র্কে আন্তর্জাতিক সমাজের প্রতি অব্যাহতভাবে সুনামি দুর্গত অঞ্চলের পুনর্গঠনকাজে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি জাং ই শানও এ ক্ষেত্রে জাতিসংঘ প্রধান ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন।
সেদিন জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আয়োজিত ২০০৫ সালের মানবতাবাদী কার্যক্রম পর্যালোচনায় ক্লিন্টন অংশ নিয়েছেন। তিনি বলেছেন, ভারত মহাসাগরীয় সুনামি দুর্গত অঞ্চলের পুনর্গঠনের কাজ এখন চাবিকাঠি পর্যায়ে পৌঁছেছে। তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সমাজ অব্যাহতভাবে পুনর্গঠনকাজে বনোযোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন।
জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি জাং ই শান তাঁর ভাষণে বলেছেন, সুনামি দুর্গত অঞ্চলের পুনর্গঠন কাজে জাতিসংঘ পরিচালনা ও সমন্বয়ের গুরুন্দায়িত্ব পালন করেছে। তিনি জাতিসংঘের মানবতাবাদী কার্যক্রম বিষয়ক কার্যালয়ের প্রতি পুনরুদ্ধার কাজে আরো জোরালো সমন্বয়কারী ও উপদেষ্টার ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।
|