চীনের ব্যবসায় মন্ত্রণালয় ১৫ জুলাই বলেছে, চীন ও ইউরোপের কর্মকর্তারা পেইচিংয়ে দু'পক্ষের মধ্যে বিরাজমান বাণিজ্য বিরোধ নিয়ে সংলাপ চালিয়েছে।
জানা গেছে, সংলাপে দু'পক্ষ "চীন-ইউরোপ আর্থ-বাণিজ্যিক সহযোগিতা চুক্তি"র বিশুদ্ধ বিষয় নিয়ে আলোচনা করেছে। চীন পক্ষ চীনের বাজার অর্থনীতির মর্যাদা এবং জুতা-সহ চীনের পণ্যদ্রব্যের উপর আরোপিত সংরক্ষণবাদী ব্যবস্থা ইত্যাদি সমস্যায় চীনের উদ্বেগ প্রকাশ করেছে।
এবারকার সংলাপ হলো চীন-ইউরোপ বাণিজ্য নীতি সংক্রান্ত দ্বিতীয় সংলাপ। চীনের ব্যবসায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইয়ু কুয়াং চৌ ও সফররত ইউরোপীয় কমিটির বাণিজ্য বিভাগের মহা-পরিচালক পিটার কার্ল একসঙ্গে এই সংলাপ পরিচালনা করেছেন।
|