চীনের জাতীয় বন অধিদফতরের উপমহাপরিচালক জু লিয়ে খ্য সম্প্রতি অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্ত শাসিত অঞ্চলের এরতুস শহরে মরুভুমির বিস্তার প্রতিরোধ ও মরুভুমি সংস্কার সংক্রান্ত এক জাতীয় অধিবেশনে ঘোষণা করেছেন , আগামী পাঁচ বছরে চীনের আরো এক কোটি তিরিশ লক্ষ হেক্টর মরুভুমি সংস্কার করা হবে ।
জু লিয়ে খ্য বলেছেন ,চীনের মরুভুমির বিস্তার মোটামুটি রোধ করা হয়েছে ।১৯৯৯ সালের তুলনায় বর্তমানে চীনের অধিকাংশ প্রদেশের মরুভুমির আয়তন কমেছে ।
মরুভুমির সংস্কার প্রসঙ্গে জু লিয়ে খ্য বলেছেন, চীনের মরুভুমি সংস্কারের প্রক্রিয়ায় স্থানীয় পরিবেশের উপর নজর রেখে প্রধানত: কাঁটাগাছ ও স্থানীয় গাছ বপন করা হবে । বালি বেঁধে রাখতে ঘাসও লাগানো হবে । বালিঝড় নিবারনের জন্য বনানী সৃষ্টির উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।
|