জাতি সংঘ নিরাপত্তা পরিষদ ১৪ জুলাই একটি চেয়ারম্যান বিবৃতি প্রকাশ করেছে, তাতে নতুন প্রতিষ্ঠিত সুদান জাতীয় ঐক্য সরকারকে প্রয়াস চালিয়ে চুড়ান্তভাবে দার্ফুর সংকট সমাধান করতে তাগিদ দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সুদানের স্থায়ী শান্তি বজায় রাখার জন্য সুদানের দার্ফুর সংকট যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা উচিত। আফ্রিকান ইউনিয়ন দার্ফুর এলাকার শান্তি রক্ষী ব্যবস্থা বাড়ানোর সমর্থন করে এবং সুদান সরকার ও দার্ফুর এলাকার সরকার বিরোধী বাহিনীর মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সংকটের শান্তিপূর্ণ সমাধানের ঘোষণা বাস্তবায়ন করার আশা প্রকাশ করেছে।
বিবৃতিতে আরো আশা করা হয়েছে যে, সংশ্লিষ্ট পক্ষ আগামী মাসে অনুষ্ঠিতব্য শান্তি বৈঠকে দার্ফুর সংকটের চূড়ান্ত সমাধান সম্পর্কে বাস্তব অগ্রগতি অর্জন করতে পারবে।
চলতি মাসের ৯ তারিখে সুদান জাতীয় ঐক্য সরকার খার্তুমে শপথগ্রহণ করেছে। তার ফলে ৫০ বছর-স্থায়ী গৃহযুদ্ধের পুরোপুরি অবসান আর শান্তি প্রক্রিয়া সার্বিকভাবে ত্বরান্বিত করার ভালো সূচনা সৃষ্টি করা হয়েছে।
|