চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যানডিং কমিটির ভাইস-চেয়ারম্যান সীচেলসের পিপলস প্রগ্রেসিভ ফ্রন্টের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করেছেন
cri
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যানডিং কমিটির ভাইস-চেয়ারম্যান মাদাম ওয়ুইয়েনছিমুক ১৪ তারিখে পেইচিংয়ে সফররত সীচেলসের পিপলস প্রগ্রেসিভ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য , স্বাস্থ্য এবং সমাজিক বিষয়ক মন্ত্রী মেরিটোনের নেতৃত্বাধীন সীচেলসের পিপলস প্রগ্রেসিভ ফ্রন্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দুপক্ষ দুদেশ ও দুপার্টির সম্পর্ক সম্বন্ধে মত বিনিময় করেছে।
|
|