v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-14 21:06:11    
১৪ জুলাই

cri
    ১৪ জুলাই ১৯৪১ অর্থনৈতিক সংকটে জার্মানীর বেশ কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়

    ১৯৩১ সালের ১৪ জুলাই অর্থনৈতিক সংকটে জার্মানীর বেশ কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়। যার ফলে পুঁজি বিদেশে যায়, মার্কের মূল্যহ্রাস পায় এবং দেশের বৈদেশিক ঋণ পরিশোধ করার সার্মথ্য ছিল না।

    ১৪ জুলাই ১৯৭২ শক্তি ও সম্পদের সংঘর্ষের বদলে মুদ্রাস্ফীতি

    ১৯৭২ সালের ১৪ জুলাই শক্তি ও সম্পদের সংকটের পরিণামে মুদ্রাস্ফীতিমার্কিনীদের প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়। একটি জরিপ থেকে প্রতিপন্ন হয়েছে যে , যারা প্রশ্নের জবাব দিয়েছে তাদের মধ্যে ৪০ শতাংশ উচ্চ অংকের দৈনিক ব্যয়কেগোটা যুক্তরাস্ট্রের সবচেয়ে বড় সমস্যা বলে মনে করেন। বাকী ১৫ শতাংশ লোক মনে করেন মার্কিন সরকারের উপর তাদের আস্থা নেই। ১১ শতাংশ লোক সরকারের দূর্নীতির সমালোচনা করেন।মধ্য বেতন ভোগী মার্কিনীদের বার্ষিক আয় ১০ হাজার ডলার থেকে ১৫ হাজার ডলার। তারা মুদ্রাস্ফীতিরদিকে গভীর মনোযোগ দেন।

    ১৪ জুলাই ১৯৭৬ তানজানিয়ার রেলপথ সম্পন্ন হয়

    ১৯৭৬ সালের ১৪ জুলাই চীনের সমর্থনে নির্মিত তানজানিয়ার রেলপথ পুরোপুরি সম্পন্ন হয়।

    ১৯৬৭ সালের ৫ সেপ্টেম্বর চীন তানজানিয়া ও জামবিয়ার সঙ্গে " চীন গন প্রজাতন্ত্রী সরকার আর তানজানিয়া যুক্ত প্রজাতন্ত্র সরকার ও জামবিয়া প্রজাতন্ত্র সরকারের মধ্যে তানজানিয়া---জামবিয়া রেলপথ নির্মান সম্পর্কিত চুক্তি" স্বাক্ষর করে। এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী, চীন, তানজানিয়া এবং জামবিয়া এ তিনটি দেশ যৌথভাবে এই রেলপথ নির্মান করে। ১৯৭০ সালের অকটোবার মাসে রেলপথের নির্মান কাজ শুরু হয়, ১৯৭৫ সালের জুন মাসে পুরো লাইনে রেল বসানোর কাজ সম্পন্ন হয়। এই রেলপথের দৈর্ঘ্য ১৮৬০ কিলোমিটার। এই রেলপথ নির্মানে চীন-আফ্রিকাসহযোগিতা আর মৈত্রী প্রতিফলিত হয়।

    ১৪ জুলাই ১৯৯৭ নারায়ানান ভারতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন

    ১৯৯৭ সালের ১৪ জুলাই ভারতের ভাইস-প্রেসিডেন্টকে আর নারায়ানান ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনে তাঁর স্বপক্ষে ৪২৩১ ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে মাত্র ২৪৯টি ভোট। ১৯৯৭ সালের ২৫ জুলাই নারায়ানান প্রেসিডেন্ট ভবনে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে ভারতের একাদশ প্রেসিডেন্ট নিয়োজিত হন। ১৯২১ সালের ৪ ফেব্রয়ারী তিনি ভারতের দক্ষিণ-পশ্চিমাংশের একটি গরীব পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি এক সময় ব্রিটেনের লন্ডন অর্থনীতি ইনস্টিটিউটে পড়াশুনা করেন। তিনি পর পর এম এ এবং অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। ১৯৮৪ সালে তিনি ভারতের লোক সভার সদস্য নিবার্চিত হন। ১৯৮৪ সালের ডিসেম্বর থেকে ১৯৮৪ সালের সেপ্টেম্বার পর্যন্ত তিনি পরিকল্পনা প্রতি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালের সেপ্টেম্বর তিনি পররাষ্ট্র প্রতি মন্ত্রীরহন।