স্যুয়ে ইউয়ু মিংচু অর্থাততুষার ঢাকা মালভূমির মুক্তা. চীনের তিব্বত সাংস্কৃতিক সপ্তাহ ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত হংকংয়ে আনুষ্ঠিত হবে । এ সময়কালে তিব্বতী বৌদ্ধধর্মের বেশ কিছু অতিমূল্যবান জিনিষ প্রথমবারের মতো প্রকাশ্যে হংকংয়ে প্রদর্শিতহবে ।
জানা গেছে , প্রদর্শিত৬০টি মূল্যবান জিনিষের মধ্যে আছে বৌদ্ধ-মূর্তি, বৌদ্ধ-প্যাগোটা এবং প্রবীন সন্ন্যাসিদের ব্যবহার্য জিনিসপত্র। এই সব জিনিষ চীনের থাং, ইউয়ান, মিং আর ছিং রাজবংশ আমলের । এর মধ্যে ১০টি মূল্যবান জিনিষ প্রথমবারের মতো হংকংয়ে দেখানো হবে ।
জানা গেছে , হংকং এই প্রথমবার বিরাটাকারের তিব্বতী সাংস্কৃতিক তত্পরতার আয়োজন করছে । এটা তিব্বত স্বায়ত্বশাসিত অঞ্চলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সরকারের আয়োজিত ধারাবাহিক তত্পরতার অন্যতম ।
|