পিপলস ডেইলী পত্রিকার ১৪ তারিখের খবরে প্রকাশ, ১৩ জুলাই চীনের কৃষি মন্ত্রনালয় সূত্রে জানা গেছে , চলতি বছরের প্রথমার্ধে চীনের কৃষি ও গ্রামীন অর্থনীতির উত্পাদন ভালই চলেছে , গ্রীষ্মকালীন শস্য ও আউশ ধানের ফলন ভাল হয়েছে । সারা দেশের গ্রীষ্মকালীন খাদ্যশস্যের মোট উত্পাদন পরিমান ও কৃষকদের নগদ আয় উভয়ই গত বছরের অনুরূপ সময়ের তুলনায় বিপুল হারে বেড়েছে ।
জানা গেছে , এ বছর চীনের খাদ্যশস্য চাষের আয়তন গতবছরের চেয়ে ১৩ লক্ষ ৩০ হাজার হেক্টর বেশী হবে বলে অনুমান করা হচ্ছে । যাতে এবছরে খাদ্যশস্যের যে ফলন হবে তার জন্যে চীনের কৃষি সংস্থা আমন ধান ও মোটা খাদ্যশস্য প্রভৃতি শরত্কালীন খাদ্যশস্যের উত্পাদনের আয়তন সম্পসারণে এবং শ্রেষ্ঠ বীজ ব্যবহারে কৃষকদের উত্সাহ দেবে । সাথে সাথে মিত্যব্যয়ীধরনের কৃষি ক্ষেত্রের নির্মান কাজ জোরদার করা হবে , অব্যাহতভাবে কৃষি ও গ্রামীন অর্থনীতি কাঠামোর রণনৈতিক পুনর্গঠনকে গভীরে নিয়ে যাওয়া হবে এবং কৃষকদের আয়- বৃদ্ধিত্বরানিত করা হবে ।
|