চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৪ জুলাই পেইচিংয়ে সফররত ইউরোপীয় কমিটির চেয়ারম্যান জোসে মানুয়েল দুরাও বারোসোর সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ চীন-ইউরোপ সম্পর্ক উন্নয়ন ও চীনের উপর আরোপিত অস্ত্র-বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার , চীনকে বাজার অর্থনীতির মর্যাদা দেয়া ইত্যাদি সমস্যা নিয়ে মত বিনিময় করেছে।
ওয়েন চিয়া পাও বলেছেন, চীন পক্ষ চীন-ইউরোপ সম্পর্কের উপর বিশেষ গুরুত্ব দেয়। তিনি বারোসোর সঙ্গে চীন-ইউরোপ সমপর্ক উন্নয়নে তত্পর্যপূর্ণ রননৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। বারোসো বলেছেন, চীন ই ইউ'র গুরুত্বপূর্ণ রননৈতিক অংশীদার। ই ইউ ও ই ইউ কমিটি অব্যাহতভাবে চীন-ইউরোপ সম্পর্ক উন্নয়ন করাকে পররাষ্ট্রনীতির প্রধান অংশ হিসেবে বিবেচনা করবে।
চীন সরকারের আমন্ত্রণে বারোসো ১৪ জুলাই থেকে পাঁচ দিন ব্যাপী চীন সফর শুরু করেছেন।
|