এবছর চীনের রাষ্ট্রীয় পরিষদের " গণ শরীর চর্চা কার্যক্রম বাস্তবায়নের দশম বার্ষিকী । জাতীয় ক্রীড়া প্রশাসনের উপপরিচালক চাং ফাছিয়াং ১৪ জুলাই পেইচিংয়ে বলেছেন , গত ১০ বছরে চীনের গণ শরীর চর্চা ব্রতে বিরাট অগ্রগতি হয়েছে ।
রাষ্ট্রীয় পরিষদের তথ্য বিভাগের এক তথ্যজ্ঞাপন সভায় চাং ফাছিয়াং এ কথা বলেছেন । তিনি বলেছেন , জনসাধারনের শরীরচর্চাবোধ স্পষ্টভাবে বেড়েছে , নিয়মিতভাবে শরীরচর্চায় অংশগ্রহনকারীদের সংখ্যা স্পষ্টভাবে বেড়ে গোটা দেশের লোকসংখ্যার ৩৩.৯৩ শতাংশে দাঁড়িয়েছে এবং উন্নয়নমুখীদেশগুলোর প্রথমসারিতে প্রবেশকরেছে । জনসাধারনের শরীরচর্চার স্থান ও ব্যবস্থার নির্মান দ্রুতবেগে বেড়েছে । , জনসাধারনের শরীরচর্চার ব্যবস্থার নির্মানে ব্যবহার্য্য পূঁজি স্পষ্টভাবে বেড়েছে , গণ শরীরচর্চা বৈচিত্রময় হয়েছে । গত ১০ বছরে গণ শরীরচর্চা ব্রতের সাফল্যের প্রমান এসব থেকে পাওয়া যায় ।
|