জাতি সংঘের মহা সচিব কোফি আন্নান ১৩ জুলাই নিউইয়র্কস্থ জাতি সংঘ সদর দপ্তরে সংবাদ মাধ্যমকে বলেছেন , শুধু জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশের সংখ্যা বাড়ানোর ওপরই বিভিন্ন দেশের মনোযোগ দেয়া যথেষ্ট নয় , জাতি সংঘের অন্যান্য ক্ষেত্রের সংস্কারের ওপরও নজর রাখতে হবে ।
আন্নান বলেছেন , তিনি বরাবরই জোর দিয়ে বলেন যে , জাতি সংঘ সংস্কারের একটি গুচ্ছ পরিকল্পনার সব বিষয়ই খুব গুরুত্বপূর্ণ । তবে বর্তমানে বিভিন্ন দেশ শুধু আংশিক বিষয়ের ওপর মনোযোগ দিচ্ছে । তিনি আবারও বিভিন্ন দেশের কাছে মনোযোগ দিয়ে সংস্কারের সমস্যা সমাধান করার প্রস্তাব দিয়েছেন ।
আন্নান বলেছেন , তিনি লক্ষ্য করেছেন যে ৫৯ তম জাতি সংঘ সম্মেলনের প্রথম দুই দিনে তুমুল তর্কবির্তক হয়েছে , তবে তিনি মনে করেন তর্কবিতর্ক হলেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বাড়ানোর
|