বিশ্ব বাণিজ্য সংস্থার অনানুষ্ঠানিক ছোটো আকারের মন্ত্রী সম্মেলন ১৩ জুলাই চীনের তা লিয়েনে সমাপ্ত হয়েছে । সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব বাণিজ্য সংস্থার কর্মকর্তারা ও সদস্যদেশগুলোর বাণিজ্য মন্ত্রীরা কৃষি পণ্যদ্রব্যের ভর্তুকী কমানো , বাজারে প্রবেশ করতে অনুমোদন এবং শুল্কহার কমানো ইত্যাদি প্রশ্নে প্রাথমিক ঐক্যমত অর্জিত হয়েছে ।
সম্মেলনে বিভিন্ন দেশের বাণিজ্য মন্ত্রীরা আরেক বার ঘোষণা করেছেন , ২০০৬ সালের শেষ দিকে দোহা উন্নয়ন আলোচনা শেষ করতে হবে , এবং আগামী ডিসেম্বর মাসে হংকংয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী সম্মেলনের আগেই কৃষি ও অকৃষি বাজারে প্রবেশের অনুমোদন সংক্রন্ত আলোচনার কাঠামো নির্ধারণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ।
সম্মেলন শেষে চীনের বাণিজ্য মন্ত্রী পো সি লাই বলেছেন , এবারকার সম্মেলন আবার প্রমাণ করেছে যে , ধাপে ধাপে বিশ্ব বাণিজ্যের অবাধকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করা হল বিশ্ব বাণিজ্য সংস্থার অধিকাংশ সদস্যদেশ বা অঞ্চলের বাস্তব বাছাই ।
|