১৩ জুলাই চীনের ব্যাংকিং শিল্প তত্বাবধান কমিটির চেয়ারমান লিউ মিং খাং বলেছেন , চলতি বছরের প্রথমার্ধে চীনের প্রধান প্রধান ব্যাংকের মন্দ ঋণের পরিমান ও অনুপাত উভয়ই কমেছে ।
চীনের ব্যাংকিং শিল্প তত্বাবধান কমিটির এক অধিবেশনে চেয়ারমান লিউ মিং খাং বিস্তারিতভাবে বলেছেন , গত মাসের শেষ দিকে চীনের প্রধান প্রধান ব্যাংকের মন্দা ঋণের পরিমান এই বছরের প্রথমদিকের তুলনায় ৫৫০ বিলিয়ন ইউয়ান কমে ১৫০০ বিলিয়ন ইউয়ানে নেমেছে । মন্দ ঋণের অনুপাত চার শতাংশ হ্রাস পেয়েছে ।
চীনের ব্যাংকিং শিল্প তত্বাবধান কমিটির কাজকর্ম প্রসঙ্গে লিউ মিং খাং বলেছেন , ব্যাংক ও আর্থ- সংস্থার ঝুঁকি যাচাই করা এবং পূর্বসতর্কতা জ্ঞাপন করার জন্য ব্যাংকিং শিল্প তত্বাবধান কমিটির তথ্য-কেন্দ্র প্রতিষ্ঠা করবে ।
|