১৩ জুলাই মার্কিন সিনেটের সামরিক কমিশনে কাছে দাখিল করা এক রিপোর্টে স্বীকার করা হয়েছে যে , গুয়ানতানামো সামরিক ঘাঁটির কারাগারে বন্দীদের দৈহিক নির্যাতনের ঘটনা প্রায় ঘটে ।
মার্কিন সামরিক কর্তৃপক্ষের এই রিপোর্টে বলা হয়েছে যে, বন্দী বিচারের সময় গুয়ানতানামো সামরিক ঘাঁটির বিচারকরা যে অনেক অনুচিত উপায় গ্রহণ করেছেন তা সাংঘাতিকভাবে জিনেভা চুক্তি ও মার্কিন সামরিক আইন লংঘন করেছে।
এই রিপোর্টে সামরিক কর্তৃপক্ষের কাছে গুয়ানতানামো সামরিক ঘাঁটিতে আটক বন্দীদের আইনগত অবস্থান ও তাদের বিচারের উপায় নির্ণয় করার প্রস্তাব দেওয়া হয়েছে ।
উল্লেখ করা যেতে পারে যে, গত বছরে মার্কিন ফেডারেল তদন্ত ব্যুরোর একটি রিপোর্টে স্বীকার করা হয় যে , গুয়ানতানামো সামরিক ঘাঁটিতে বন্দীদের নির্যাতন করা হয়েছে । এরপর কংগ্রেসে এই সম্পর্কে একটি রিপোর্ট দেওয়ার জন্য মার্কিন সামরিক কর্তৃপক্ষের তদন্ত গ্রুপ গঠিত হয়েছে ।
|