বিশ্ব বাণিজ্য সংস্থার অনানুষ্ঠানিক ছোট আকারের মন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৩ তারিখ সন্ধ্যায় চীনের উত্তরপূর্বাংশের উপকূলীয় শহর তালিয়েনে সমাপ্ত হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রী বো সিলাই সম্মেলন শেষ হওয়ার পর বলেছেন, এবারকার সম্মেলন খুব সাফল্যমন্ডিত এবং ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।
তিনি বলেছেন, এবারকার সম্মেলন হচ্ছে ডিসেম্বর মাসে হংকং বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের সম্মেলনের দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্মেলনে আবার দেখা যায় যে, ক্রমে ক্রমে বিশ্বের অবাধ বাণিজ্যিক প্রবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত করা এখনও বিশ্ব বাণিজ্য সংস্থার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের বাস্তব বাছাই।
তিনি আরও বলেছেন, উন্নয়ন সমস্যা হচ্ছে এবারকার সম্মেলনের একটি গুরুত্ব। বিভিন্ন দেশের মন্ত্রী এই বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা করেছেন এবং একমত হয়েছেন যে, উন্নয়নমুখী সদস্যদেশগুলোর বিশেষ ও পৃথক সুযোগ-সুবিধার ওপর পুরোপুরি গুরুত্ব দেয়া ও সমস্যার কার্যকর সমাধান করা এবং কোনো কোনো নীতি ও দায়িত্ব পালনে স্বল্পোন্নত দেশগুলোর অসুবিধা সমাধান করার কার্যকর উপায় খুঁজে বের করা উচিত।
|