রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকসেএভ ১৩ জুলাই বলেছেন, রাশিয়া উত্তর কোরিয়ার প্রতি পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তিতে আবার অংশ গ্রহণ করার সমস্যা বিবেচনা করার আহ্বান জানিয়েছে। রাশিয়া আশা করে, আসন্ন চতুর্থ দফার কোরীয় উপদ্বীপ পারমাণবিক সমস্যার ছ'পক্ষীয় বৈঠকে পারমাণবিক সমস্যার সমাধানে অগ্রগতি অর্জিত হবে।
তিনি বলেছেন, উত্তর কোরিয়া পক্ষ পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তিতে আবার অংশ নেয়ার সম্ভবনা আছে। রাশিয়া পক্ষ মনে করে, এটা সার্বিকভাবে বিবেচনা করা প্রয়োজন। তাই প্রথমে উত্তর কোরিয়া ও অন্য সংশ্লিষ্ট পক্ষের বিভিন্ন উদ্বেগ দূর করা উচিত। রাশিয়া উত্তর কোরিয়াকে তার নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়ার পক্ষপাতী বলে তিনি আরেক বার ঘোষণা করেছেন। তিনি আরো বলেছেন, শিগ্গীরই অনুষ্ঠিতব্য চতুর্থ দফার ছ'পক্ষীয় বৈঠকে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানে কিছু অগ্রগতি অর্জিত হওয়ার সম্ভবনা আছে।
অন্য খবরে জানা গেছে, উত্তর কোরীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির মুখপত্র রোড়ং সিনমুন পত্রিকা একইদিনে প্রকাশিত এক সম্পাদকীয়তে জাপান ছ'পক্ষীয় বৈঠকে জাপানী অপহরণ সমস্যা আবার দাখিল করার জন্য জাপানের প্রয়াসের বিরোধীতা করা হয়েছে।
|