জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান ১৩ জুলাই তাঁর মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলেছেন যে, একই দিন ইরাকের রাজধানী বাগদাদে সংঘটিত আত্মঘাতি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় তিনি স্তম্ভিত হয়েছে এবং এর তীব্র নিন্দা করছেন।
বিবৃতিতে বলা হয়েছে, কোনো অজুহাতেই নিরীহ জনসাধারণ ও শিশুদের বিরুদ্ধে এরকম অপরাধের জন্য সাফাই করা যায় না। এই ধরনের সন্ত্রাসী অপরাধ কোনো লক্ষ্যে পৌঁছতে পারবে না।
১৩ জুলাই, বাগদাদের গাড়ি বোমা বিস্ফোরণে ২৪ জন শিশু ও ১ জন মার্কিন সৈন্য নিহত এবং অনেক লোক আহত হয়েছে।
|