দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট রো মোহিউ ১৩ জুলাই সিউলে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইসের সঙ্গে সাক্ষাত করার সময়ে বলেছেন , কোরিয় উপদ্বীপের পারমানবিক সমস্যা ইতিবাচক দিকে চলছে ।
দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট ভবনের প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, সাক্ষাতকালে রোমো হিউন বলেছেন , উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা অনবরতভাবে জোরদার হয়েছে , এটা কোরিয় উপদ্বীপের পারমানবিক সমস্যার সমাধানে অত্যন্ত কল্যাণকর হবে ।
রাইস বলেছেন , এখন কোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যার সমাধানের ভাল সুযোগ । যুক্তরাষ্ট্র ছ'পক্ষীয় বৈঠকের সাফল্যের জন্যে প্রচেষ্টা চালাবে , কিন্তু উত্তর কোরিয়াকে ছ' পক্ষীয় বৈঠকের মাধ্যমে তার পারমানবিক উত্পাদন পরিত্যাগের সদিচ্ছাপ্রমান করতে হবে ।
অন্য এক খবরে বলা হয়েছে , দক্ষিন কোরিয়ার পররাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী বান কি মোন একই দিনে রাইসের সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলন আয়োজন করেন । তারা ছ'পক্ষীয় বৈঠকে উত্তর কোরিয়ার প্রত্যাবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ।
|