১২ জুলাই উগান্ডা সংসদ ২২০:৫৩ ভোটে ১৯৯৫ সালের সংবিধানের সংশ্লিষ্ট ধারার সংশোধন অনুমোদন করেছে । ভোটদান থেকে দুজন বিরত ছিলেন । সংশোধিত সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কার্যমেয়াদ সীমিতকরণ বাতিল হয়েছে । যার ফলে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্টইয়োওয়েরি কাগুতামুসেভেনির অংশগ্রহণের জন্য অনুকূল শর্ত সৃষ্টি হয়েছে ।
১৯৯৫সালের সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট কেবল একটানা দুই মেয়াদে প্রেসিটেন্ট পদে বহাল থাকতে পারেন । মুসেভেনি ১৯৯৬ আর ২০০১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরপর দুবার প্রেসিডেন্ট নির্বাচিত হন । তার দ্বিতীয় দফা কার্যমেয়াদ আগামী বছর শেষ হবে ।
সংশোধিত সংবিধান অনুযায়ী মুসেভেনি ২০০৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যোগ দেয়ার অধিকার পাবেন । কিন্তু তিনি আগামী বছরের নির্বাচনে অংশ নেবেন কিনা , সে ব্যাপারে এখনো মত প্রকাশ করেননি ।
|