গ্লিভেক বিশ্বজোড়া রোগীদের সাহায্য দান পরিকল্পনা অর্থাত জি আই পি এই পির কল্যানে চীনের সাত শোজন গরীব রক্তের ক্যানসার রোগী বিনাখরচে ওষুধ পাবেন। এই পরিকল্পনার জন্য আর্থিক সাহায্য দেবে সুইজারল্যান্ডের নোভার্টিস কোম্পানি। গরীব রোগীর পরিচয় যাচাই করবে চীনের সাধারণ দাতব্য সমিতি। মধ্য চীনের উ হান শহরে সম্প্রতি এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে ।
উল্লেখ করা যেতে পারে যে গ্লিভেক হচ্ছে সারাবিশ্বে রক্তের ক্যানসার চিকিত্সায় ব্যবহৃত অন্যতম ফলপ্রসু ওষুধ । তবে আধা বছর ধরে এই ওষুধ খেতে একজন রোগীর দেড় লক্ষ ইউয়ান দরকার এবং তা একেবারে গরীব রোগীর সঙ্গতির বাইরে ।২০০২সাল থেকে সারা দুনিয়ায় জি আই পি এই পি পরিকল্পনা বাস্তবায়নে ৭৪টিদেশের দশাধিক রোগী উপকৃত হয়েছে ।
|