মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইসের জাতি সংঘের সংস্কার বিষয়ক বিশেষ উপদেষ্টা তাহিরখেলি ১২ জুলাই বলেছেন , জাতি সংঘের নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ সম্পর্কে জাপান ,জার্মানী ,ব্রাজিল ও ভারতের উত্থাপিত প্রস্তাব জাতি সংঘের ভূমিকার অনুকুল বলে যুক্তরাষ্ট্র মনে করে না । জি-চার গোষ্ঠি জোরপুর্বক প্রস্তাবটির উপর ভোট দিতে অনুরোধ করলে যুক্তরাষ্ট্র অন্যান্য সকল দেশের প্রতি তার বিপক্ষে ভোট দিতে আহবান জানাবে ।
জাতি সংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রস্তাবটি নিয়ে উন্মুক্ত তর্ক-বিতর্ক চলার সময় তিনি আরো বলেছেন , জাতি সংঘ আরো শক্তিশালী ও কার্যকর হোক ,এটাই সংস্কারের উদ্দেশ্য । যুক্তরাষ্ট্রের আকুল আবেদন: জি-চার গোষ্ঠি সহ যাবতীয় সদস্যদেশ জাতি সংঘ ও তার কাজকর্মের উপর জোরপুর্বক ভোট নেওয়ার সম্ভাব্য প্রতিকূল প্রভাব বিবেচনা করবে ।
তাহিরখেলি যুক্তরাষ্ট্রের জি-চার গোষ্ঠির প্রস্তাবের বিরোধিতা করার চারটি কারণও ব্যাখ্যা করেছেন ।
|