v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-13 13:40:07    
আন্তর্জাতিক ক্রিড়া খবর

cri
    আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির ১১৭তম পূর্ণাংগ অধিবেশন চার দিন চলার পর ৯ জুলাই সিংগাপুরে সমাপ্ত হয়েছে। এবারকার অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিবেশনে অংশ গ্রহণকারীরালন্ডনকে ২০১২ সালের গ্রীষ্মকালীণ ওলিম্পিক গেমসের আয়োজক শহর নির্বাচন করেছেন। সিদ্ধান্ত অনুযায়ী, বেসবল আর সফট বল ২০১২ সালের লন্ডন ওলিম্পিক গেমস থেকে বাদ দেওয়া হবে।

    সদ্য-সমাপ্ত আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির ১১৭ তম অধিবেশনে ঘোষণা করা হয়েছে, ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমসের অশ্বারোহ প্রতিযোগিতার আয়োজনের স্থান পেইচিং থেকে হংকংএ স্থানান্তরিত হবে। এ পর্যন্ত পেইচিং ওলিম্পিক গেমসের প্রতিযোগিতা আয়োজনেরযাবতীয় স্থান সম্পূর্ণভাবে নির্ধারিত হয়েছে।

    মালয়েসিয়া ব্যাডমিন্টন উন্মুক্ত প্রতিযোগিতা ১০ জুলাই কুয়ালা লামপুরে শেষ হয়েছে। চীন দল নারী একক এবং নারী দ্বৈত দফার শীরোপা অর্জন করেছে।

    ২০০৫ সালের বিশ্ব নারী গ্রাঁ প্রী তিন দিন চলার পর ১০ জুলাই শেষ হয়েছে। শেষের দিনের প্রতিযোগিতায় চীন দল ০:৩ সেটে ইতালি দলের কাছে হেরে এই ধাপের প্রতিযোগিতায় রানাস-আপ হয়েছে।

    ১০ জুলাই পেইচিংএ অনুষ্ঠিত ২০০৫ সালের ফেডারেল কার্প বিশ্ব গ্রুপের অতিরিক্ত প্রতিযোগিতায় চীনের নারী লন টেনিস দল ৪: ১ সেটে স্লোভেনিয়া দলকে পরাজিত করে প্রথম বার এই প্রতিযোগিতার বিশ্ব গ্রুপে প্রবেশ করেছে। চীন দলে রয়েছে এথ্যেনস ওলিম্পিক গেমসের চ্যাম্পীয়ন লিটিন আর সে টিয়েন টিয়েন । প্রতিযোগিতার শেষে একটি সাক্ষাতকারে স্লোভেনিয়ার প্রধান কোচ কাটারিনা স্রেবোটনাক চীন দলের প্রসংশায় পঞ্চমুখ। তিনি বলেছেন, দশ বছর আগে বিশ্বের উচ্চ মানের খেলোয়াড়দের মধ্যে চীনা ক্রীড়াবিদদের ছায়াও দেখা যেত না। কিন্তু এখন বিশ্বের প্রথম ১০০ জন সেরা খেলোয়াড়ের মধ্যে তিন জন চীনা খেলোয়াড় রয়েছে। তারা সবাই সেরা খেলোয়াড়। তাদের খেলার কৌশল আধুনিক । সুতরাং এবারকার প্রতিযোগিতায় তাদের যে সাফল্য অর্জিত হয়েছে তা মোটেই আশ্চর্যজনক নয়।

    বার্ষিক ফেডারেল কার্প প্রতিযোগিতা বিশ্বের বর্তমান দলগত সর্বোচ্চ মানের প্রতিনিধিত্ব করে।১৬টি দল নিয়ে ফেডারেল কার্প বিশ্ব গ্রুপ গঠিত হয়। ১৯৮১ সালে চীন দল প্রথম বার এই প্রতিযোগিতায় অংশ নেয়।

    চীনের রাষ্ট্রীয় নারী লন টেনিসের প্রধান কোর্চ চিয়াং হং উয়ে মনে করেন, চীন দল এবারকার প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনে অবিরাম শ্রেষ্ঠ লন টেনিস খেলোয়াড় আবির্ভূত হয়েছে বলে মৌলিকভাবে চীনের লং টেনিসের মান অনেক উন্নত হয়েছে।

    আগামী বছরের প্রতিযোগিতার সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে প্রধান কোর্চ চিয়াং হং উয়ে বলেছেন, তিনি চীন দলের সামথ্যের ওপর আস্থাবান। তিনি মনে করেন , আগামী বছরে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় চীন দল ব্র্যাষ্ট্রো অর্জন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    মৌলিকভাবে বলতে গেলে , চীনের নারী লন টেনিস দল লক্ষনীয় সাফল্য অর্জন করেছে। কিন্ত বিশ্বে চীনের নারী লন টেনিসের অবস্থান সম্বন্ধে প্রধান কোর্চ চিয়াং হং উয়ে ভালভাবে জানেন। তিনি মনে করেন, বতর্মানে চীনের নারী লং টেনিসের মান মাঝারি শ্রেণীর। বিশ্বের শক্তিশালী দলের তুলনায় চীন দল অপেক্ষাকৃত দুর্বল। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, ২০০২ সালে বিশ্ব গ্রুপের দ্বিতীয় দফার অতিরিক্ত প্রতিযোগিতায় চীন দল রাশিয়া দলকে ০:৫ সেটে রাশিয়া দলের কাছে হেরেছে।রাশিয়া দলের তুলনায় স্পীড, প্রযুক্তি, কৌশলের পরিবর্তন এবং প্রতিরক্ষায় চীনের ব্যাবধান স্পষ্ট।সুতরাং চীনের নারী লং টেনিস ক্রীড়ায় অনেক পথ এগুতে হবে। চিয়াং হং ভিয়ে মনে করেন, চীনের নারী লন টেনিসের সার্বিক মান আরও উন্নত করতে চাইলে খেলোয়াড়দের একক শক্তি বাড়ানো খুব গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেছেন, এখন অনেক সংবাদমাধ্যমে বলা হয়েছে ,প্রতিযোগিতায় চীনের নারী লন টেনিস দল নৈপুণ্য দেখিয়েছে। কিন্তু আমি ভালভাবে জানি বিশ্বেরসর্বোচ্চ মানের তুলনায় তাদের ব্যবধান স্পষ্ট।একক দফায় চীনের নারী দল দুর্বল। তবে লন টেনিস ক্রীড়ায় একক দফা অতন্ত গুরুত্বপূর্ণ। একক দফা ভাল হলে দলগত মান আপনাআপনি উন্নত হবে।