দূরদূরান্তের সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আমি লিলি। আজকের সুরের ভূবন অনুষ্ঠানে আপনাদের সাথে আবার মিলিত হয়ে আমি খুব আনন্দিত। আজকের অনুষ্ঠানে আমি মান ওয়েনচুইন নামক একজন গায়ককে আপনাদের সামনে উপস্থাপন করবো।
মান ওয়েনচুইন হচ্ছে চীনের অভ্যন্তরাগের সঙ্গিত মঞ্চে একজন শক্তিশালী গায়ক। তাঁর কন্ঠস্বর খুব মধুর। অতিসম্প্রতি তিনি তাঁর পঞ্চম সিডি সংকলন প্রকাশ করেছেন। আজকের অনুষ্ঠানে আমি এই সংকলনের গানগুলো আপনাদের জন্য পরিচয় করিয়ে দেবো।
কয়েক বছর আগে মান ওয়েনচুইন " আপনাকে সমঝোতা করি" এই গান গেয়ে খুব জনপ্রিয় হয়েছেন। এই গান মায়ের ভালোবাসা প্রশংসা করে। মান ওয়েনচুইনের কন্ঠস্বরে আমরা স্পষ্টভাবে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা অনুভব করতে পারি। গানের কথা হলো:
বছর পর বছর বহু সময় অতিবাহিত হয়েছে, আপনার চেহারায় ম্লান ভাব দেখা গেছে,
বসন্তকাল চলে যায়, শরতকাল আসে।
তোমার ভালবাসা নীরবে,
সব ভালোবাসা আমাকে দেবে ,
আমি তোমার কাছাকাছি আসতে চাই,
তোমাকেবলবো, আসলে আমি সবসময় তোমাকে সমঝোতা করি। আচ্ছা, এখন গানটি শোনা যাক।
মান ওয়েনচুইন এই গান গেয়ে অনেক পুরস্কার পেয়েছেন। তাঁর বিশেষ কন্ঠস্বর দর্শকশ্রোতাদের মনে গভীর ছাপ ফেলেছে। আগে মান ওয়েনচুইন ছিলেন পেইচিংয়ের উপকন্ঠের একটি কারখানার একজন সাধারণ শ্রমিক। তাঁর দৈনিক কাজ ছিলো অশ্ব গৃহপালিত পশুর জন্য খাদ্যপ্রক্রিয়াকরণের কাজ করা। সেই সময় তাঁর সমস্ত আকাংক্ষা ছিলো ভবিষ্যতের একদিনে তিনি মঞ্চে গাইতে পারবেন। ১৯৯২ সালে তিনি তাঁর কাজ ত্যাগ করেন এবং পেইচিংয়ের একটি নাইট-ক্লাবে পেশাগত গায়ক হিসেবে চাকরি শুরু করেন। সেখানে তিনি একজন বিখ্যাত সূরকারের সঙ্গে সাক্ষাত্ করেন। এর পর মান ওয়েনচুইনের জীবনের আমূল পরিবর্তন ঘটে।
১৯৯৯ সালে মান ওয়েনচুইন তাঁর দ্বিতীয় সংলকন " জন্মভূমি মিস্ করি" প্রকাশ করেন। এই সংকলনের প্রধান গান "জন্মভূমি মিস্ করি" শিঘ্রই চীনে জনপ্রিয় হয়। এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।
এর পর মান ওয়েনচুইন সোনি সিডি কোম্পানিতে যোগ দিয়েছেন। তিনি এই কোম্পানির শক্তিতে একজন আন্তর্জাতিক গায়কে পরিণত হবার আশা পোষণ করেন। কিন্তু এই সুন্দর আশা অবশেষে বাস্তবায়িত হয়নি। ২০০২ সালে তারঁ প্রকাশিত দু'টি সংকলনের বিক্রির অবস্থা খুব ভাল নয়। কিন্তু এ দু'টি সংকলনেও বেশ কয়েকটি ভালো গান রয়েছে। এখন আমরা একসঙ্গে তাদের মধ্যে একটি গান শুনবো। গানের নাম হলো: আমার ভালোবাসার কোনো সীমা নেই।
চতুর্থ সংকলন প্রকাশের দু'বছরের মধ্যে মান ওয়েনচুইন একটিও সিডি প্রকাশ করেননি। এই বছরে তিনি নতুন সিডি সংকলন প্রকাশ করেন। নতুন সিডি সংকলনের ১০টি গানের প্রতি মান ওয়েনচুইন খুব সন্তুষ্ট। এখন আমরা এই সংকলনের প্রধান গান উপভোগ করবো। গানের নাম হলো: আবার দেখা হবে। এই গান মধুর সুরে বন্ধুদের মধ্যকার মৈত্রী ও আবেগপূর্ণ বন্ধন বর্ণনা করেছে। আচ্ছা, এখন গানটি শুনবো।
বহু বছর ধরে জনপ্রিয় সঙ্গীত মঞ্চে মান ওয়েনচুইন সবসময় নিজের শৈলীতে অবিচল থাকেন। তাঁর গানগুলো খুব উত্সাহব্যঞ্জক এবং মায়া-মমতাপূর্ণ। আজকের অনুষ্ঠানের শেষে আমরা তাঁর নতুন সিডি সংকলনের আরেকটি গান শুনবো। গানের নাম দরজা। গানের কথা হলো:
কত ভালোবাসা, কত ঘৃণা,
ভালোবাসা এবং ঘৃণার মধ্যে কত ব্যবধান?
এখন গান শুনবো।
প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। আমাদের অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের মতামত থাকলে অবশ্যই আমাদের লিখে জানাবে। সুরের ভূবন শোনার জন্য অনেক ধন্যবাদ।
|