v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-13 11:33:04    
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র প্রয়াস চালিয়ে নতুন দফার ছ'পক্ষীয় বৈঠকে বাস্তব অগ্রগতি অর্জন করবে

cri
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস ১২ জুলাই সন্ধ্যায় সিউলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কি মুনের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ মনে করে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দু'দেশ প্রয়াস চালিয়ে নতুন দফার কোরীয় উপদ্বীপ পারমাণবিক সমস্যার ছ'পক্ষীয় বৈঠকে বাস্তব অগ্রগতি অর্জন করবে।

    তাঁরা উভয়েই মনে করেন, নতুন দফার ছ'পক্ষীয় বৈঠক বাস্তব অগ্রগতি অর্জিত হওয়া উচিত। সেই জন্য দু'পক্ষ প্রধানত বৈঠকের বাস্তব আলোচ্যবিষয় ধার্য করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছে। তাছাড়া, দু'পক্ষ দক্ষিণ কোরিয়া পক্ষ কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধান সংক্রান্ত "গুরুত্বপূর্ণ প্রস্তাব" আলোচনা করেছে। রাইস বলেছেন, উত্তর কোরিয়া নতুন দফার বৈঠকে গঠনমূলক মনোভাব প্রকাশ করলে মার্কিন পক্ষ আগের প্রস্তাব কিছুটা পরিবর্তন করবে। কিন্তু তিনি আরো জোর দিয়ে বলেছেন, প্রথমে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক পরিকল্পনা একেবারে বর্জন করার সিদ্ধান্ত নিতে হবে।

    অন্য খবরে জানা গেছে, হোয়াইট হাউসের মুখপাত্র ম্যাকলেল্লান একইদিনে উত্তর কোরিয়ার প্রতি পারমাণবিক পরিকল্পনা পরিহার করার আহ্বান জানিয়েছেন এবং গত বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থাপিত কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধান সংক্রান্ত প্রস্তাবের উত্তর দেয়ার দাবি জানিয়েছেন।