চীন, যুক্তরাষ্ট্র, ব্রিটেনের বিজ্ঞানীরা প্রাকৃতি সংরক্ষণ এলাকায় প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্যের যৌথ জরীপে সাফল্য অর্জন করেছেন
cri
সম্প্রতি চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, আর ব্রিটেনের বিজ্ঞানীরা চীনের দক্ষিণ-পশ্চিম অংশের ইয়ুন নান প্রদেশে প্রাকৃতি সংরক্ষণ এলাকায় প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্যের যৌথ জরীপ তত্পরতায় সাফল্য অর্জন করেছেন।
এবারকার জরীপ হচ্ছে ২০০৩ সালে প্রথম যৌথ জরীপের পর তিন দেশের আবার সহযোগিতা করা। ১৬ দিন ব্যাপী জরীপ তত্পরতায় , তিন দেশের বিজ্ঞানীরা প্রচুর চমত্কার উদ্ভিদের নমুনা সংগ্রহ করেছে, প্রাথমিক বিশ্লেষণ করে জেনেছেন, এর মধ্যে অনেক নতুন আছে। উদ্ভিদের নমুনা পরীক্ষার কাজ চলার সঙ্গে সঙ্গে তাঁরা গবেষণার সাফল্য অব্যাহতভাবে প্রকাশ করবেন।
|
|