জার্মানীর চ্যান্সেলার গেরহারদ শ্রোয়েদার ১২ জুলাই বার্লিনে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী আজিজের সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা জাতি সংঘের সংস্কার ইত্যাদি সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন।
বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনে শ্রোয়েদার বলেছেন, জার্মানি ও পাকিস্তান উভয়েই মনে করে, জাতি সংঘের সংস্কার করা প্রয়োজন। কিন্তু দু'পক্ষের মধ্যে সংস্কারের গতিবেগ সমস্যায় মতভেদ রয়েছে। শ্রোয়েদার বলেছেন, জাতি সংঘের সংস্কারের ব্যাপারে পাকিস্তানের যে অবস্থান পোষণ করেছে ,তা জার্মানির বিরুধে নয় বলে তিনি জেনেছেন, তাতে তিনি আনন্দিত হয়েছেন।
আজিজ বলেছেন, পাকিস্তান জাতি সংঘের সংস্কার সমর্থন করে। কিন্তু নিরাপত্তা পরিষদ বাড়ানো শুধু জাতি সংঘের সংস্কারের একটি অংশ এবং জাতি সংঘের সব সদস্য দেশের মতৈক্যে পৌঁছানোর ভিত্তিতে এই সংস্কার চালানো উচিত।
|