ব্রিটেনের পুলিশ পক্ষের মুখপাত্র ১২ জুলাই দুপুরে লন্ডনে আয়োজিত তথ্য জ্ঞাপনসভায় বলেছেন, পুলিশ পক্ষ উত্তর ইংলন্ডের পশ্চিম ইয়োকশাইরে একজন লন্ডনের বোমা বিস্ফোরণ মামলার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং তাকে বিচার করার জন্য লন্ডনে নিয়ে গেছে।
মুখপাত্র বলেছেন, পুলিশ পক্ষ বিস্ফোরণস্থানের কাছে আবিক্ষৃত একটি দলিলপত্র অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে । কিন্তু তার নাম বলে নি।
তিনি আরও বলেছেন, লন্ডনের মেট্রোর কলোজড সারকিট টেলিভিশনের রেকর্ড থেকে দেখা গিয়েছে, ৪ জন সন্দেহভাজন ব্যক্তি ৭ তারিখ সকাল সাড়ে আটটায় ট্রেন করে লন্ডনে পৌঁছেছে।
৭ জুলাই লন্ডনে ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটেছে। তাতে কমপক্ষে ৫২ জন নিহত এবং ৭শ'রও বেশী লোক আহত হয়েছে।
|