মার্কিন প্রেসিডেন্ট বুশ ১২ জুলাই হোয়াইট হাউসে সফররত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংর সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আর আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছে এবং দু'দেশের নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর রণনৈতিক কাঠামোর চুক্তি স্বাক্ষর করেছে।
বৈঠক শেষে বুশ সংবাদ মাধ্যমকে বলেছেন, এই চুক্তি স্বাক্ষরের ফলে দু'দেশের সম্পর্ক অর্থনৈতিক ক্ষেত্র ছাড়িয়ে গিয়ে একটি রণনৈতিক সম্পর্কে পরিণত হয়। তা দু'দেশের সম্পর্কের ওপর দীর্ঘকালীন প্রভাব ফেলবে ।
লি সিয়েন লুং বলেছেন, এই চুক্তির স্বাক্ষর দু'দেশের সন্ত্রাসদমন ও ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধ ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা উন্নত করার সহায়ক হবে।
উল্লেখ্য,তাঁরা একটি যুক্ত বিবৃতি প্রকাশ করে জোর দিয়ে বলেছেন, দু'দেশের অংশীদারিত্বের সম্পর্ক আরো জোরদার করা হবে।
|