v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-13 09:56:47    
দশম ওলিম্পিক গেমস

cri
    ১৯৩২ সালের ৩০ জুন থেকে ১৪ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসে দশম ওলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। ১৯২৩ সালের ২২তম আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির পূর্ণাংগ অধিবেশনে লস এ্যাঞ্জেলেস এই দশম ওলিম্পিক গেমসের স্বাগতিক শহর হওয়ার অধিকার পায়। আন্তর্জাতিক ওলিম্পিক কমিটি ওলিম্পিক গেমস অনুষ্ঠিত হবার নয় বছরের আগেই ওলিম্পিক গেমসের স্বাগতিক শহর নির্ধারণ করেছে-এমন ঘটনা এরআগে কখনও ঘটে নি ওলিম্পিক গেমসের ইতিহাসে । লস এ্যাঞ্জেলেস ওলিম্পিক গেমস অনেক নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে, তাতে পরবর্তী ওলিম্পিক গেমসের উন্নয়নের সুষ্ঠু ভিত্তি স্থাপন করা হয়।

    এবারকার ওলিম্পিক গেমসের জন্যে লস এ্যাঞ্জলেস শহরে একটি বিরাট আকার এবং, আধুনিক জাই-বিশিষ্ট, এক লক্ষ ৫হাজার দর্শক রাখার মতো একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হয়, পুরুষ খেলোয়াড়দের জন্য একটি সুন্দর এবং আরামদায়ক আবসিক বাড়ি নির্মাণ করা হয়, পরে এটা ওলিম্পিক গ্রাম বলা হয়।

    এবারকার ওলিম্পিক গেমসে শুধু ৩৭টি দেশের ১৩৩১জন খেলোয়াড় আর ক্রীডাবিদ অংশ নেন, এর মধ্যে নারী খেলোয়াড় মাত্র ১২৭জন। এবারকার ওলিম্পিক গেমসে ব্রিটিশ ধরনের ফুটবল বাতিল করা হয়, তার পরিবর্তে আমেরিকান ফুটবোলের খেলা অনুষ্ঠিত হয়। ১৯৩২ সালের ৩০ জুলাই এই গেমস শুরু হয়। এরপর প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীরা মোট ৩২টি নতুন রেকর্ড সৃষ্টি করেন, এর মধ্যে পুরুষ প্রতিযোগীরা ১৬টি সৃষ্টি করেন, নারীরা ৫টি সৃষ্টি করেন।মার্কিন দৌড়বিদ টোরান একশো মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড স্থাপন করেন, ২০০ মিটার দৌড়ে ওলিম্পিক রেকর্ড স্থাপন করেন। এশীয় দেশগুলোর মধ্যে জাপান ওলিম্পিক গেমসে সবচেয়ে বেশী স্বর্ণপদক অর্জন। চীন প্রথম বারের মতো তিন জন বিশিষ্ট একটি প্রতিনিধি দল পাঠায়, কিন্তু প্রতিযোগী ছিলেন শুধু লিউ ছাংছুন একজন। এবার চীন প্রথম আনুষ্ঠানিকভাবে ওলিম্পিক গেমসে অংশগ্রহণ করে।প্রস্তুতির অভাবে তিনি প্রতিযোগিতায় তাঁর আসল মান দেখাতে পারেন নি। ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ের বাছাই পর্বের প্রতিযোগিতায় তিনি ব্যর্থ হন। তবুও লিউ ছাংছুন ওলিম্পিক গেমসের প্রতিযোগিতার প্রথম চীনের অংশগ্রহণের ইতিহাস সৃষ্টি করেন, চীনের ক্রীড়ার উন্নয়নের ওপর গভীর প্রভাব ফেলেন।

    এবারকার ওলিম্পিক গেমস মোট ১৬ দিন চালার পর ১৪ আগস্ট সমাপ্ত হয়। এই কারণে, আন্তর্জাতিক ওলিম্পিক কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে যে, এবারকার ওলিম্পিক গেমসের পর থেকে প্রতিটি ওলিম্পিক গেমসের সময়সীমা ১৬ দিনের বেশী হতে পারবে না, আগের "মারাথোন" ওধরনের দীর্ঘ লিম্পিক গেমসের প্রথা শেষ হয়; একই সময় সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রতিটি ইভাল্টের প্রতিযোগিতা শেষ হবার পর অবিলম্বে পুরস্কার বিতরণ করতে, এবং পুরস্কার বিতরণের বিশেষ পল্যাটফোর্ম মঞ্চ থাকতে হয়, বিজয়ীরা মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার গ্রহণ করেন, বিজয়ীদের দাঁড়ালোয় স্টেপের উচ্চতা ভিন্ন ভিন্ন, তা তাঁদের পুরস্কারের নম্বরের সঙ্গে মংগতিপূর্ণ। প্রথমে ওলিম্পিক পাতাকা স্টেডিয়ামে ও গুরুত্বপূর্ণ রাস্তায় যথাযথভঅবে রাখা হয়, যাতে ওলিম্পিক গেমসের প্রভাব বাড়ানো যায়।এবারকার ওলিম্পিক গেমস থেকে দৌড় প্রতিযোগিতার ফিনিশিং লঅইনে সেকেন্ড পর্যন্ত হিসাব করতে পারে এমন সূক্ষ্ম ঘড়ি ব্যবহারের নিয়মও প্রবর্তিত হয়।