১২ জুলাই ১৯৯১ হংকং বিমান বন্দরে টাকা ছিনতাই ঘটনা
১৯৯১ সালের ১২ জুলাই সকালে হংকংএর ছিডে বিমান বন্দরে হংকংএর ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাই ঘটনা ঘটে। চার জন বন্দুকধারী বিমান বন্দরের গুদাম কেন্দ্রেরপ্রশাসনিক ভবনের কাছাকাছি একটি টাকাবাহী গাড়ি ছিনতাই করে। গাড়িতে মোট ১৬ কোটি ৭৬ লক্ষ হংকং ডলারের সমমূল্যের মার্কিন ডলার হংকং থেকে তাইওয়ানে পাঠানো হচ্ছিল।
জানা গেছে, এর আগে তিন বার বড় টাকা ছিনতাই ঘটনা ঘটেছিলো।
১২ জুলাই ১৯৭৫ ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়
১৯৭৫ সালের ১২ জুলাই ব্রিটিশ কমনওয়েলডের রাগবির ফাইনাল খেলা চলছিল। রানী ইলিজাবাথ সহ ব্রিটেনের রাজনৈতিক মঞ্চের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অতিথি গ্যালারিতে বসে রাগবি খেলা দেখছিলেন। হাঠত এক নগ্ন পুরুষ দ্রুত বেগে অতিথি গ্যালারির দিকে দৌড়ে যান। খবরে প্রকাশ, এই বিব্রতকর দৃশ্যের সামনে রানী প্রায় মূর্ছিত হয়ে পড়েন। সে বছরের গ্রীষ্মকালে ব্রিটেনে নগ্ন দৌড়ের দৃশ্য প্রায়ই দেখা যায়।পরে জানা গেছে, যে নগ্ন লোক সে দিন দশর্কদের সামনে দৌঁড়চ্ছিলেন সেই লোককে তিন মাসের জন্য কারাদন্ড দেওয়া হয়।
১২ জুলাই ১৯৯৮ ফ্রান্স প্রথম বার বিশ্ব কার্প ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পীয়ন
১৯৯৮ সালের ১২ জুলাই ১৬তম বিশ্ব কার্প ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা প্যারিসে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় স্বাগতিক দেশ---ফ্রান্স দল আর বিশ্ব চ্যাম্পীয়ন ব্রাজিলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চালানো হয়। অবশেষে ফ্রান্স দল ৩:০ গোলে ব্রাজিল দলকে পরাজিত করে চ্যাম্পীয়ন হয়। ইতিহাসে এটা ছিল ফ্রান্সের প্রথম বিশ্ব কার্প ফুটবল প্রতিযোগিতার শিরোপা।
১২ জুলাই ১৯৪০ আলজেরিয়ায় ব্রিটেন ফ্রান্সের সামরিক জাহাজ বহর ডুবিয়ে দেয়
১৯৪০ সালের জুলাই মাসে ভূমধ্য সাগরে সংঘটিত যুদ্ধে ফ্রান্স-ব্রিটেন সম্পর্কশক্রতায় পর্যবসিত হয়। তা ছাড়া হিটলেকে ঠাকানোর উদ্যোগেও বাধা সৃষ্টি হয়। ১৯৪০ সালের ১২ জুলাই ব্রিটেনের নৌ-বাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়। প্রায় হাজারাধিক ফরাসী সৈন্য প্রাণ হারায়।
|