v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-12 20:38:16    
বানর রাজা সুন উখোং (২)

cri
    কাঠের ভেলা তৈরি করে আবার একদিন সে সাগরে নামলো । এক সময় সে গোদ্বিপ এলাকায় পৌঁছে দেখতে পেলো উচু এক পাহাড় । ভেলা থেকে নেমে পাহাড়ে গেলো । তার সঙ্গে দেখা হলো এক কাঠুরের । তাকেই ঋষি ভেবে প্রনাম করলো সে । ঋষি বলে সম্বোধনও করলো ।

    কাঠুরে বললো যে সে ঋষি নয় ।তবে এই পাহাড়ের গভিরে একটি অর্ধ-চন্দ্র ত্রিতারকা গুহা আছে । সেখানে বাস করেন আচার্য বোধি নামে এক মহর্ষি ।

    বানর সেই গুহা খুঁজে বের করলো । অনেকক্ষণ অপেক্ষার পর গুহা থেকে বেরিয়ে এলো ঋষি বেশি এক কিশোর । সে এসে উখোংকে আচার্যের কাছে নিয়ে গেলো । বহু কক্ষ বারান্দা অতিক্রম করে তারা এসে পৌঁছলো জেড পাথরের তৈরি এক বেদির সামনে । সেখানে বসে আছেন আচার্য । ইনিই সেই মহর্ষি।

    বানর বেদিতে উপবিষ্ট আচার্যকে প্রণাম করে তাকে শিষ্য করে নেয়ার প্রার্থনা জানালো । আচার্য জানতে চাইলেন তার পরিচয় । বানর বললো যে তার বাড়ি তাং শেং মহাদেশের আওলাই রাজ্যের পুষ্পফল পর্বতে । নাম , পদবি , বাবা মা , কেউ নেই তার । সে আরও বললো , আমার জন্ম পাথর থেকে । আচার্যের কাছে সে একটি নামও প্রার্থনা করলো। আচার্য বললেন , তুমি দেখতে পাইনফল প্রিয় এক হুসুন বানরের মতো । তাই তোমার পদবি হোক সুন । আর তোমার নাম রাখলাম উখোং বা ব্যোমজ্ঞানি। নাম পেয়ে বানর খুব খুশি হলো। সে আবার প্রণাম করলো আচার্যকে ।

    আচার্যের দুই পাশে কিশোর শিষ্যরা । উখোং গুরু ভাইদের অভিবাদন জানালো । সেদিন থেকেই অধ্যবসায়ের সঙ্গে ভাষা শাস্ত্রচর্চা আর শিষ্টচার শিখতে শুরু করলো সে । গুরুভাইদের সঙ্গে মন্দিরের সব কাজেই সে হাত লাগাতো । একটুও বসে থাকতো নয় ।

    ক্রমে উখোং বর্শা , খ আর তরোয়াল চালাতে ওস্তাদ হয়ে উঠলো। আরো কয়েক বছর তার কেটে গেলো এই গুহাতেই ।

    এক সময় আচার্য তাকে জোতির্বিদ্যা আর ধ্যানজ্ঞান শেখাতে চাইলেন । কিন্তু অমর না হওয়া পর্যন্ত উখোং তা শিখতে রাজি হলো না । আচার্য রাগ করে উখোং এর মাথায় তিনবার চড় মারলেন ।

    একদিন রাতে ঘুম থেকে উঠে উখোং পিছনের দরজা দিয়ে গুরুদেবের ঘরে প্রবেশ করলো। গুরুদেব জেগে গেলেন । উখোং তাকে বললো যে মাথায় তিনবার চাঁটি মারার জন্যই রাত্রি তিন প্রহরে সে এখানে এসেছে । সে অমর হওয়ার অলৌকিক বিদ্যা শিখতে চায় । গুরুদেব দেখলেন যে বানর একেবারে নাছোড় বান্দা । বেশ বুদ্ধিমানও ।

    অগত্যা গুরুদেব এই অসাধারণ বানরকে অমরত্ব লাভের মন্ত্রজ্ঞান দিলেন । সেদিন থেকে উখোং গুরুভাইদের অগোচরে মাঝরাতে গুরুর কাছে এসে মন্ত্র শিখতো । ক্রমে উখোং বাহাত্তর রকমের রুপ গ্রহণ করার বিদ্যা আয়ত্ব করলো । সে এক ডিগবাজিতে এক লক্ষ আট হাজার লি পার হওয়া শিখলো । মেঘে চড়া এবং মেঘের মধ্যে ডিগবাজি খাওয়া শিখলো । আরো শিখলো নিজের গায়ের চুরাশি হাজার লোমকে মন্ত্র পড়ে ইচ্ছে মতো প্রাণি তৈরি করতে । একদিন গুরুভাইরা তার বিদ্যাচর্চার নমুনা দেখতে চাইলে সে মেঘে চড়ে ডিগবাজি খেয়ে দেখালো । মুহুর্তে পাইন গাছ হলো । তারপর মুহুর্তে হলো সারস । গুরু ভাইরা দেখ সাবাস সাবাস বলে উঠলো।