১২ জুলাই পেইচিংয়ে চীনা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক হু চিনথাও চেয়ারম্যান ইয়ু মুমিনের নেতৃত্বাধীন তাইওয়ানের সিংতাংয়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করেছেন এবং বর্তমানে দুপারের সম্পর্ক উন্নত করা সম্পর্কে চার দফা প্রস্তাবপেশ করেছেন ।
সাক্ষাত্কালে হু চিনথাও উল্লেখ করেছেন যে , দৃঢতার সঙ্গে তাইওয়ানের স্বাধীনতাপ্রয়াসীদের বিরোধিতা করা এবং শান্তিপূর্ণ একীকরণ তরান্বিত করা চীনা কমিউনিস্ট পার্টি ও সিনতাংয়ের অভিন্ন রাজনৈতিক প্রস্তাব এবং সংগ্রামের লক্ষ্য। আমরা সিনতাংয়ের বন্ধুদের সঙ্গে মিলে স্বাধীন তাইওয়ানপন্থীবিচ্ছিন্নতাবাদী শক্তি এবং তাদের তত্পরতার বিরোধিতা করতে , তাইওয়ান প্রনালীর দুপারের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে এবং দুপারের স্বদেশবাসীদের কল্যান সৃষ্টি করতে চাই ।
ইয়ু মুমিন বলেছেন , সিনতাং সবসময় এক চীন নীতিতে অটল থেকে দৃঢতার সঙ্গে স্বাধীন তাইওয়ানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরোধিতা করে আসছে । জাতির মনোবল অন্বেষণ করা এবং চীনা জাতিকে শক্তিশালী করে তোলা আমাদের এবারের সফরের উদ্দেশ্য ।
|