জাতিসংঘস্থ চীনের স্থায়ী উপপ্রতিনিধি চাং ইশান ১১ জুলাই নিউইয়র্কে জোর দিয়ে বলেছেন , ক্ষুদ্র অস্ত্রশস্ত্রের অবৈধ কেনা-বেচা দমনের প্রধান দায়িত্ব বিভিন্ন দেশকে পালন করতে হবে ।
এই দিন উদ্বোধন হওয়া ২০০১ সাল জাতীয় সংঘের ক্ষুদ্র অস্ত্রশস্ত্র সম্মেলনের কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময়ে চাং ইশান এ কথা বলেছেন ।তিনি উল্লেখ করেছেন যে , ক্ষুদ্র অস্ত্রশস্ত্রের অবৈধ কেনা-বেচা দমনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক আর আঞ্চলিক সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে হবে এবং অব্যাহতভাবে জাতিসংঘের প্রধান পরিচালকের ভূমিকা পালন করতে হবে । তাছাড়া আন্তর্জাতিকসমাজকে সক্রিয়ভাবে উন্নয়নমুখী দেশগুলোর কাছে সাহায্য যোগাতে হবে এবং ক্ষুদ্র অস্ত্রশস্ত্রের অবৈধ কেনাবেচার উত্স নির্মূলকরার প্রচেষ্টা চালাতে হবে ।
কার্যক্রম বাস্তবায়নের জন্যে চীন সরকার যে ব্যবস্থানিয়েছে এবং যে সাফল্য অর্জন করেছে চাং ইশান তাও বর্ণনা করেছেন ।
জাতিসংঘ মহাসচিব কোফি আন্নান তার মুখপাত্রের মাধ্যমে সম্মেলনটির কাছে পাঠানো বানীতে আশা প্রকাশ করেছেন যে , বিভিন্ন দেশ বাস্তব কার্যকলাপ নিয়ে ক্ষুদ্র অস্ত্রশস্ত্রের অবৈধ কেনাবেচা দমনের কাজ জোরদার করবে ।এবারের সম্মলনে ক্ষুদ্র অস্ত্রশস্ত্রের অবৈধ কেনাবেচা নিয়ন্ত্রনে আরও কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন ।
|