জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াংইয়া ১১ জুলাই উল্লেখ করেছেন , জাতিসংঘের যাবতীয় সদস্যদেশের উচিত জাতিসংঘের সংহতি ও দীর্ঘকালীন স্বার্থের পক্ষে দাঁড়িয়ে সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ সমস্যায় তুরুপের তাস প্রদর্শন এড়িয়ে যাওয়া ।
৫০তম জাতিসংঘ সাধারণ পরিষদ এই দিনে জাপান , জার্মানি , ব্রাজিল ও ভারত এই চার রাষ্ট্র গোষ্ঠীরনিরাপত্তা পরিষদ সম্প্রসারণসম্পর্কিতপ্রস্তাবনিয়ে প্রকাশ্যে বিতর্ক করেছে । ওয়াং কুয়াংইয়া বলেছেন , নিরাপত্তা পরিষদের সম্প্রসারণে সর্বপ্রথমে উন্নয়নমুখী দেশগুলোর প্রতিনিধিত্ব ও কথা বলার অধিকার বিবেচনা করতে হবে । চীন পক্ষ দৃঢতার সঙ্গে নিরাপত্তা পরিষদে আফ্রিকান দেশগুলোর প্রতিনিধিত্বের সম্প্রসারণকে সমর্থন করে ।
ওয়াং কুয়াংইয়া জোর দিয়ে বলেছেন , নিরাপত্তা পরিষদের সংস্কারে কৃত্রিমসময়সীমা বেঁধে দেয়া এবং যে সমস্যায় মতভেদ আছে চীন তার উপর জোর করে ভোট নেয়ার বিরোধিতা করে ।
|