ভারত যে পাকিস্তানে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ঘাঁটি আছে বলে দাবী করেছে , পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জালিল আব্বাস জিলানী ১১ জুলাই ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে তা অস্বীকার করেছেন ।
সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং বি বি সি-কে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন পাকিস্তানে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ঘাঁটি আছে । এ প্রসঙ্গে জিলানী বলেছেন পাকিস্তানে কোনো সন্ত্রাসীদের প্রশিক্ষণ ঘাঁটি নেই । কোনো রাজনৈতিক উদ্দেশ্যেভারতের পররাষ্ট্র মন্ত্রী এই অভিযোগ করেছেন এবং এটি হলো অতীতের ফল । তিনি বলেছেন , এই রকমের অভিযোগ দু'দেশের শান্তি প্রক্রিয়ার জন্য সহায়ক নয় ।
জিলানী আরও বলেছেন , সার্কের নির্বাহী কমিশনের পররাষ্ট্র সচিব সম্মেলন আগস্ট মাসে ইসলামাবাদে আয়োজিত হবে । সম্মেলনে আগামী নভেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের বিষয় নিয়ে পরামর্শ করা হবে ।
|