ব্রিটেনের প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার ১১ জুলাই সংসদে দেয়া ভাষণে বলেছেন, তিনি লন্ডন বিস্ফোরণ ঘটনার জন্য দায়ী সন্ত্রাসীদের অবশ্যই শাস্তি দেবেন।
ব্লেয়ার বলেছেন, ব্রিটেন নিরীহ মানুষের উপর হামলা চালানোর আচরণ খুবই ঘৃণা করে, ব্রিটেন এ ধরণের সন্ত্রাসী আচরণের সামনে নতজানু হবে না। ব্লেয়ার পুরোপুরি সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সঙ্গে সঙ্গে-এও তিনি বলেছেন, ব্রিটেনের "নিজের মূল্যবোধ, জীবনযাত্রা, অন্যদের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা"র বদল হবে না। তিনি জরুরী অবস্থা মোকাবেলা সংস্থার যথাসময়ে ঘটনাস্থলে গিয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়ার প্রশংসা করেছেন।
তিনি আরো বলেছেন, লন্ডনের বিস্ফোরণ ঘটনায় এ পর্যন্ত ৫২জন নিহত এবং সাত'শরও বেশী লোকজন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশংকা করা হচ্ছে।
|